ভিডিও দেখে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৫

আপনি কি ভিডিও দেখে টাকা ইনকাম করার উপায় খুজছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্য। ভিডিও দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট নিয়ে কথা বলবো আজকের এই পোস্টটে।

ভিডিও-দেখে-টাকা-ইনকাম-পেমেন্ট-বিকাশে-২০২৫

আপনি যদি ভিডিও দেখে টাকা ইনকাম করতে চান ২০২৫ সালে তাহলে এই পোস্টটি অবশ্যই মনোযোগ দিয়ে পড়ুন, এখন থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন।

পোস্ট সূচিপত্র | ভিডিও দেখে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৫

ভিডিও দেখে টাকা ইনকাম এর পিছনের মনস্তত্ত্ব

ভিডিও দেখে টাকা ইনকাম এমন একটি বিষয় বা ইনকামের পথ যার ব্যাপারে সকলেই কম বেশি শুনেছে এবং সেখান থেকে ইনকাম করতে চাচ্ছেন, হয়তো আপনিও তার মধ্যে একজন। কিন্তু প্রায়ই অনেক ব্যাক্তি রয়েছেন যারা ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারেন না ভুল পরামর্শ বা ভুল সাইটের জন্য। তাই আমি আজকে সঠিক ইনফরমেশন এবং সঠিক সাইটের কথা বলতে এই পোস্টটি লিখেছি যা আপনার জন্য অনেক কার্যকরী হবে আশা করা যায়।

বর্তমানে আপনার আমার মতো মানুষ এই ভেবে ভিডিও দেখে টাকা ইনকাম করার কাজ খুজে যেন সে আরামে কাজ করতে পারে। আর এই জন্যই মূলত আপনি কিংবা অন্যান্য মানুষ ভিডিও দেখে টাকা ইনকাম করার পিছনে ছুটছে। কিন্তু আসলে এমন নয় প্রত্যেকটি কাজেই রয়েছে কষ্ট এবং ধৈর্য কোথাও কম আবার কোথাও বেশি। তাই আপনি যদি কম পরিশ্রম দিতে রাজি হয়ে থাকেন তাহলে আপনি খুব সহজেই ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন।

ভিডিও দেখে টাকা ইনকাম করা যায় এমন অনেক ওয়েবসাই ও অ্যাপস রয়েছে কিন্তু তার মধ্যে কোনোটাতে টাকা দেয় এবং কোনোটাতে দেয়না। কিন্তু আপনাকে টেনশন করার দরকার নেই কেননা আজকের এই পোস্ট পড়ে আপনি নিশ্চিতভাবে ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন এই ২০২৫ সালে এবং চাইলে পেমেন্ট বিকাশেও নিতে পারবেন। আর এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সম্পূর্ণ পোস্টটি পড়ুন।

ভিডিও দেখে টাকা ইনকাম | কি ধরণের ভিডিও বেশি অর্থ দেয়?

এখন আপনি ভেবে নিলেন আপনি ভিডিও দেখেই টাকা ইনকাম করতে চান কিন্তু আপনি জানেন না কি ধরণে ভিডিও দেখে টাকা ইনকাম হয় কিংবা কি ধরণের ভিডিও বেশি অর্থ দেয়। চিন্তা নাই আমি বলছি, আপনি ইউটিউবে গেলে কোটি কোটি ভিডিও দেখতে পারবেন কিন্তু যেকোনো একটি ভিডিও চালু করে দিবেন এবং আপনার ইনকাম শুরু হয়ে যাবে বিষয়টা এরকম না। তাহলে চলুন বিস্তারিত জেনে আসি এই বিষয়ে

আসলে প্রত্যেকটি কাজের একটি মাধ্যম থাকে যেমন, কম্পিউটার রিপেয়ারিং এর কাজের জন্য একটি দোকান দরকার হয়, কোনো চাকরি করে ইনকামের জন্য একটি অফিস দরকার হয় ঠিক সেরকমভাবে ভিডিও দেখে টাকা ইনকামের জন্য একটি মাধ্যম অর্থাৎ একটি ওয়েবসাইট বা কোনো অ্যাপসের প্রয়োজন হয়। যেই সাইটগুলো আপনাকে সাজেস্ট করবে কিছু ইউটিউব ভিডিও যেগুলো দেখে আপনি টাকা ইনকাম করতে পারবেন।

ভিডিওগুলো বিভিন্ন ধরণের হতে পারে যেমন: ফানি ভিডিও, গেমিং ভিডিও, প্রোডাক্ট রিভিউ ভিডিও, ইনকামের ভিডিও সহ আরও অনেক ধরণের ভিডিও দেওয়া থাকে সেই সাইট বা অ্যাপসগুলোতে। যেখান থেকে আপনি সেই ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারবেন এবং সেই সাইটের মালিক বা ভিডিওর মালিক আপনাকে তার জন্য কিছু অর্থ প্রদান করবে যা আপনি সেই সাইটটির মাধ্যমেই আপনার বিকাশে তুলে নিতে পারবেন খুব সহজেই।

কাদের জন্য ভিডিও দেখে টাকা ইনকাম সবচেয়ে উপযুক্ত

এতকিছু পড়ার পরে বা জানার পরে স্বাভাবিকভাবে আপনার হয়তো ইচ্ছা হচ্ছে ভিডিওগুলো দেখে ইনকাম করার কিন্তু আপনি সত্যিই সেগুলো কাজ করে বা ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন? যদি জেনে না থাকেন তাহলে চলুন জেনে নিই কাদের জন্য ভিডিও দেখে টাকা ইনকাম করার পরিকল্পনা বা প্ল্যানটি।

সবার প্রথমে আপনি ভেবে দেখুন আপনি ধৈর্য ধরে এই কাজটি করতে পারবেন অর্থাৎ এরকম না যে টাকা পেতে এক থেকে দেড় বছর লাগবে ধৈর্য বলতে এখানে বলা হয়েছে আপনি যদি তাদের কোনো ভিডিও দেখেন ইনকাম করার জন্য তাহলে তারা আপনাকে কিছু শর্ত বা রিকোয়ার্ডমেন্ট দেয় প্রুফ এর জন্য যে আপনি কাজ করেছেন কিনা! আর আপনাকে সেই তাদের রিকোয়ার্ডমেন্ট মেনে নিতেই হবে এবং সেই হিসেবে কাজ করতে হবে।

আপনি যদি তা না করেন অর্থাৎ তাদেরকে প্রুফ না দেন যে আপনি তাদের ভিডিও দেখেছেন তাহলে তারাও আপনাকে কোনো প্রকার অর্থ প্রদান করবে না। আর এই ভিডিও দেখা এবং প্রুফ জোগাড় করার যেই সময় লাগবে তা হলো সব মিলিয়ে ৫-৬ মিনিট আপনার যদি বুঝতে সময় লাগে বা অনেক দেড়ি হয় বা আপনি এই পথে একদম নতুন হন তাহলেও সর্বোচ্চ ৮-১০ মিনিট সময় লাগতে পারে শুধুমাত্র একটি কাজ করতে যা খুবই অল্প বলা যায়।

আরও পড়ুন: কাদের জন্য অনলাইন ইনকাম? কারা এই পথে সফল হতে পারবে জেনে নিন

Workup Job সাইটে ভিডিও দেখে টাকা ইনকাম

Workup Job এই সাইটটি খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট বিশেষ করে বাংলাদেশের জন্য, যদিও এখন তা পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই Workup Job ওয়েবসাইটে আমি নিজেই দীর্ঘ ২-৩ বছর যাবৎ কাজ করেছি এবং এখান থেকে টাকাও উত্তোলন করেছি। তাই জন্য আমি এর ব্যাপারে অল্প হলেও সঠিক এবং ভালো তথ্য দিতে পারবো বা দেওয়ার চেষ্টা করবো।

এই সাইটটিতে শুধুমাত্র ভিডিও দেখেই নয় বরং আপনি এড দেখে, ওয়েবসাইট ভিজিট করে, নতুন একাউন্ট খুলে কিংবা KYC ভেরিফিকেশন করার মাধ্যমেও ইনকাম করতে পারেন। এখানে এমনও কাজ রয়েছে যা কম্প্লিট করলে আপনি ৪০০ থেকে ৫০০ টাকা পাবেন। তাছাড়া ভিডিও তো আছেই যেখান থেকে আপনি আনলিমিটেড কাজ করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। এখন আপনি হয়তো এই সাইটটিতে কাজ করার জন্য চলেও গেছেন বা যাবেন কিন্তু একটি বিশেষ তথ্য দিয়ে দেই যা আপনার মনোবল টিকিয়ে রাখবে এবং কাজ করতে সহায়তা করবে।

সেটা হলো আপনি যদি সাইটটি থেকে কোনো ভিডিও দেখেন এবং সেখানকার শর্তগুলো মেনে প্রুফ জমা দিয়ে দেন তখন আপনি স্বাভাবিকভাবে আপনার ব্যালেন্স চেক করবেন কিন্তু সেটি শূণ্য থাকবে। এর কারণ হচ্ছে আপনি যে কাজটি করেছেন তা ঠিকাছে কিনা সেটা, সেই কাজের মালিক চেক করবে যদি সব ঠিকঠাক থাকে এবং ফেক না হয় তারপরে আপনাকে তারা রিওয়ার্ড দিবে বা আপনার ব্যালেন্সে টাকা অ্যাড করে দিবে, আর এই সময়টা সর্বোচ্চ ১ দিন লাগে যেটা আমি দেখেছি কিন্তু কখনো ১ দিন লাগেনি আমার বরং অনেক কম সময় লেগেছে।

Coinpayu সাইটে ভিডিও দেখে টাকা ইনকাম

Coinpayu এই সাইটটিও অনেক জনপ্রিয় একটি সাইট পুরো বিশ্বের মধ্যে, এখানেও আমি নিজে কাজ করেছি দীর্ঘ ৪-৫ বছর ধরে। এই সাইট থেকে আমি অনেকবার টাকা উত্তোলন করেছি যা আমি হাতে নিতে পেরেছি। এই সাইটেও অনেক ধরণের কাজ রয়েছে যা কম্প্লিট করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এবং তা উত্তোলনও করতে পারবেন অনায়াসে।

এখানে অল্প পরিমাণ এমাউন্ট হলেই আপনি উত্তোলন করতে পারবেন। এই সাইটটিতে প্রচুর মানুষ কাজ করছে এত বছরে আমি নিজের চোখে কখনো নেগেটিভ কোনো মন্তব্য দেখতে পাইনি। এই সাইটটিতে আপনি সম্পূর্ণ ফ্রিতে এড দেখার মাধ্যমে কিংবা গেম খেলার মাধ্যমে ইনকাম করতে পারবেন। প্রত্যেকটি ভালো জিনিসের মধ্যে একটি ছোট্ট সমস্যা থাকেই আর তাই এই সাইটটিতে বাংলাদেশীদের জন্যও একটি ছোট্ট সমস্যা আছে।

সেটি হচ্ছে এই সাইট থেকে আপনি সরাসরি বিকাশে পেমেন্ট নিতে পারবেন না বরং ক্রিপটো কারেন্সির মাধ্যমে টাকা উত্তোলন করতে হবে। পরবর্তীতে সেই ক্রিপটো কারেন্সি থেকে আপনি বিকাশে নিতে পারবেন Dollar Classic Exchange এর মাধ্যমে, এটি দিয়ে আমিও এক্সচেন্জ্ঞ করে আমার বিকাশে টাকা নিই। আমার কাছে এটা বিশ্বস্ত বলে মনে হয়। তবে এক্সচেন্জ্ঞ করতে দিয়ে আপনাকে ২-২০ মিনিট অপেক্ষা করতে হবে, সেই সময়ের মধ্যে আপনাকে তারা টাকা বিকাশে দিয়ে দিবে।

Gigclickers সাইটে ভিডিও দেখে টাকা ইনকাম

Gigclickers ও একটি সাইট যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন যদিও আমি এখানে কাজ করেছি কিন্তু গুরুত্ব দিয়ে করিনি তাই জন্য এখান থেকে আমি কোনো টাকা উত্তোলন করিনি। কিন্তু সাইটটি দেখে আমার মনে হয় এই সাইটটি অনেক বিশ্বস্ত একটি সাইট।

যেখান থেকে আপনি ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন অনায়াসেই। এখানেও আপনি Workup Job এর মতো বিভিন্ন কাজ করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। তাছাড়া এখানে রয়েছে প্রচুর পরিমাণ ভিডিও যা দেখার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন।

আর এই সাইটে ইনকাম করা টাকাও আপনি বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। তাই আপনি চাইলে এই ওয়েবসাইটেও ধৈর্য সহকারে কাজ করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন এবং সেই টাকা ডিরেক্ট আপনি আপনার বিকাশে নিতে পারবেন।

আরও পড়ুন: ফ্রিতে টাকা ইনকাম করার ওয়েবসাইট এবং উপায় জানুন

এই সকল ভিডিও দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট এ ডুপ্লিকেট বা একাধিক একাউন্ট খোলা যাবে?

এখন আপনার মনে ছোট্ট একটি দুষ্টু প্রশ্ন বা বুদ্ধি আসতে পারে সেটা হলো, এই সকল ভিডিও দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট এ ডুপ্লিকেট বা একাধিক একাউন্ট খোলা যাবে? আমার উত্তর হবে না, এই সকল ভিডিও দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট এ ডুপ্লিকেট বা একাধিক একাউন্ট খোলা যাবে না। কেননা, এই তিনটি সাইটের মধ্যে কোনো কোনো সাইট একাধিক একাউন্ট খোলার অনুমতি দেয়না।

এই-সকল-ভিডিও-দেখে-টাকা-ইনকাম-করার-ওয়েবসাইট-এ-ডুপ্লিকেট-বা-একাধিক-একাউন্ট-খোলা-যাবে

তাও যদি আপনি তাদের বিরুদ্ধে গিয়ে একাধিক একাউন্ট খুলেন তাহলে আপনার আরেকটি একাউন্ট (যেটা পরে খুলেছেন) সেটা তারা ব্যান করে দিবে। আমিও পরীক্ষা করার জন্য একাধিক একাউন্ট করেছিলাম Workup Job সাইটে। তারা বুঝতে পেরে আমার পরের একাউন্টটি ব্যান করে দেওয়া বা বন্ধ করে দেওয়া হয়।

এখন আমার একটাই একাউন্ট এবং সেখানে কাজ করে টাকাও উত্তোলন করতে পারি। তাই আপনাদের জন্য আমার এই পরামর্শ থাকবে যে, কখনো ভুল করেও সাইটের পলিসির বা নিয়মের বিরুদ্ধে গিয়ে কোনো প্রকার কাজ এবং একাধিক একাউন্ট ক্রিয়েট করবেন না।

দিনে কতটা সময় দিলে ভিডিও দেখে টাকা ইনকাম সম্ভব?

ভিডিও দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইটগুলোতে সময়ের কোনো সীমা থাকে না। আমি যেই ৩টি সাইট আপনাদেরকে সাজেস্ট করেছি তার মধ্যে Workup Job এবং Gigclickers এ কাজের কোনো সীমা নেই, এখানে আনলিমিটেড কাজ রয়েছে।

আপনি যদি এই দুইটির কোনোটিতে কাজ করেন, তাহলে আপনি যত বেশি সময় দিয়ে কাজ করতে পারবেন আপনার জন্য তত বেশি ভালো হবে। আর এমনও না যে এখানে কাজ শেষ হয়ে যাবে, আপনি এখানে কাজ করতে পারবেন আনলিমিটেড। আর মনে রাখবেন, আপনি যত বেশি কাজ করবেন আপনার ইনকামও তত বেশি হবে।

আমার দেওয়া সাইটগুলোর মধ্যে Coinpayu সাইটে আপনি যদি কাজ করেন তাহলে জেনে রাখেন সেখানে এড দেখে কাজ করা যায় যা লিমিটেড অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কাজ দেয়। কিন্তু আপনি চাইলে এই ওয়েবসাইটে গেম খেলে ইনকাম করতে পারবেন বা সার্ভে করে ইনকাম করতে পারেনে যা আনলিমিটেড রয়েছে।

ভিডিও দেখে টাকা ইনকাম আসল ইনকাম না ভুয়া প্রতারণা - কিভাবে বুঝবেন

এখন আপনি ভাবতে পারেন যে, আপনি আপনার এত সময় খরচ করে কাজ করবেন, লাস্টে দেখা গেল আপনি সেখান থেকে এক টাকাও পেলেন না তাহলে আপনার সেই সময়টা নষ্ট হলো। তাহলে আপনার এখন কি করা উচিত এবং কীভাবে বুঝবেন যে আপনি যেই সাইটে কাজ করতে চাচ্ছেন সেটা থেকে ইনকাম হয় নাকি সেটা ভূয়া?

এটা জানার জন্য অনেক কয়টা কাজ করতে পারেন সেটি হলো: প্রথমত আপনি সাইটে দেওয়া কন্টাক্ট করার অপশন থেকে আপনি তাদের সাথে কন্টাক্ট করে আপনার সকল প্রশ্নের উত্তর জানতে পারেন যাতে করে আপনার সন্দেহ দূর হবে। দ্বিতীয়ত আপনি সেখানে কাজ করা ইউজারদের সাথে কোনোভাবে যোগাযোগ করে কথা বলে তাদের কাছ থেকে জানতে পারেন সাইটটি সম্পর্কে।

এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় ধাপ যেখানে, আপনি Trustpilot নামের জনপ্রিয় একটি ওয়েবসাইটে সেই সকল ওয়েবসাইটের রিভিউ এবং রেটিং দেখতে পারেন যেই সাইটে আপনি কাজ করতে চাচ্ছেন। আর Trustpilot সাইটে সব রিয়েল ইউজারই মন্তব্য করে, রিভিউ দেয় এবং রেটিং দেয়, আপনি চাইলে সেখানে রিভিউ দিয়েছে এরকম ইউজারদের সাথেও যোগাযোগ করে আপনি সাইটটির সম্পর্কে জানতে পারেন যে সেটা ট্রাস্টেড নাকি ফেক সেই সম্পর্কে।

ভিডিও দেখে টাকা ইনকাম শুরু হওয়ার আগে যা যা জানা জরুরি

ভিডিও দেখে টাকা ইনকাম করার আগে আপনার কিছু বিষয় জানা দরকার যা আপনাকে পরবর্তীতে সাহায্য করবে ইনকাম করতে এবং ইনকামের জন্য ট্রাস্টেড সাইট খুজতে। ভিডিও দেখে টাকা ইনকাম শুরু করার জন্য আপনাকে প্রথমে সেই সাইটগুলোতে রেজিস্ট্রেশন করতে হবে।

আপনি যদি উপরে দেওয়া সাইটের নামের উপরে ক্লিক করেন তাহলে আপনার সামনে একটি রেজিস্ট্রেশন পেইজ খুলবে। সেই পেইজটিতে যা যা চাইবে আপনি পূরণ করবেন এবং সাবমিট করে দিবেন। তারপরে আপনি সেই ওয়েবসাইটটিতে লগিন করুন ই-মেইল/ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে।

মনে রাখবেন, অনলাইন ইনকাম সবসময় ধীরে ধীরে শুরু হয়, এমন কোনো সাইট এখনো এই বিশ্বে আসেনি যেখান থেকে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। আর যদি এসেও থাকে তাহলে সেগুলোর শর্ত বা ইনকাম করার পথটি দেখবেন হারাম পথ কিন্তু হালাল পথে কখনো অনলাইনে দ্রুত ইনকাম করা যায় না - এই কথাটি ভেবে আপনি আরও অন্যান্য সাইট নির্বাচন করতে পারবেন।

পেমেন্ট বিকাশে পাওয়া নিয়ে কিছু সতর্কতা ও টিপস

আপনি ভিডিও দেখে যে টাকা ইনকাম করলেন ওয়েবসাইটের মধ্যে সেই টাকা আপনি বিকাশের মাধ্যমে বা যেই মাধ্যমেই নেন না কেন আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেন আপনি প্রতারিত না হন। প্রথমত আপনি দেখবেন যে, আপনি যখন টাকা উত্তোলন করছেন তখন কি তারা আপনার কাছ থেকে কোনো এক্সট্রা ফি চাচ্ছে?

অর্থাৎ আপনি যে টাকা তুলবেন তার আগে আপনাকে নিজের পকেট থেকে কিছু টাকা দিতে হবে, যদি বিষয়টি এরকম হয় তাহলে আপনি সেই সাইট থেকে দূরে থাকুন। হ্যাঁ হতে পারে সত্যিই সেই সাইটটি টাকা দেয় কিন্তু এই ধরণের বেশির ভাগ সাইটই আপনার সাথে প্রতারণা করবে অর্থাৎ আপনাকে টাকা দিবে না। কিন্তু যদি আবার এমন হয় যে, আপনি যেই পরিমাণ টাকা উত্তোলন করবেন সেই পরিমাণ না দিয়ে তারা কিছু কম দিবে এরকম হলে সাইটটিতে কাজ করা যায়।

পেমেন্ট-বিকাশে-পাওয়া-নিয়ে-কিছু-সতর্কতা-ও-টিপস

অর্থাৎ ধরুন, আপনি ১০০০ টাকা উত্তোলন করতে চাচ্ছেন তখন তারা আপনাকে বলবে যত টাকাই উত্তোলন করুন ২০% আমরা (অর্থাৎ সাইট) নিবো এবং বাকি টাকা আপনি পাবেন। অর্থাৎ ১০০০ টাকা উত্তোলন করলে ৮০০ টাকা আপনি পাবেন এবং বাকি ২০০ টাকা তারা কেটে নিবে। এরকম প্রায়ই ওয়েবসাইটেই করে, এই ধরণের কাজের ফলে বোঝা যায় তাদেরও লাভ আছে এবং আপনারও লাভ আছে অর্থাৎ এখানে প্রতারণার পরিমাণ নাই বললেই চলে তাই এই সকল সাইটে কাজ করতে পারেন।

আরও পড়ুন: ঘরে বসে আয় করার ৮টি কার্যকরী উপায় জানুন

কেন অনেকে ভিডিও দেখে ইনকাম শুরু করেও মাঝপথে ছেড়ে দেয়?

ভিডিও দেখে টাকা ইনকাম করার বিষয়টি বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে জানতে পারে, বেশিরভাগ মানুষই জানতে পারে কোনো ভিডিও থেকে বা এড থেকে। সেই জায়গাগুলোতে ভিডিও দেখে টাকা ইনকামের বিষয়টি এমনভাবে আলোচনা করা হয় যেন একদিনেই ৫০০ টাকা ইনকাম করা যাবে প্রথম থেকেই। কিন্তু আসলে এমনটি নয়, আমি প্রথমেই বলেছি অনলাইন ইনকামে কাজ করতে হলে আপনার ধৈর্য প্রয়োজন হবে।

মানুষ যখন সেই এডগুলো দেখে কাজ শুরু করে দেয় তখন দেখা যায় সে প্রথম ২-৩ দিন ধরে কাজ করার পরও ১০০ টাকা জমাতে পারছে না। যার ফলে তার মন ভেঙ্গে যায় এই বলে যে সে ইনকাম এখনও শুরু করতে পারলো না। তার মানে কি আপনি ভিডিও দেখে প্রতিদিন ৪০০-৫০০ টাকা ইনকাম করতে পারবেন না? অবশ্যই পারবেন কিন্তু তার জন্য আপনাকে এই কাজে লেগে থাকতে হবে

ভিডিওগুলো একটু বোরিং হতে পারে প্রতিদিন দেখার ফলে কিন্তু বোরিং কাজটিকে করে নিতে হবে আপনার পেশা এবং একটি লক্ষ্য যে, আমি এখান থেকে প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করবোই করবোই। তাহলেই আপনি এখান থেকে ১ মাস বা ২ মাস কিংবা যদি আপনি মনোযোগ দিয়ে দিন রাত এক করে কাজ করেন তাহলে হয় কয়েকদিনের মধ্যে আপনি প্রতিদিন ভিডিও দেখে ৪০০-৫০০ টাকা ইনকাম করতে পারবেন।

সবশেষে আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ | ভিডিও দেখে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৫

আশা করছি আপনি আমার এই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন ভিডিও দেখে টাকা ইনকাম করার বিষয়টি। এখন আসি আপনার জন্য কিছু শেষ পরামর্শ যা আপনার ইনকামে অনেক সহায়তা করবে এবং আপনার মনোবল বাড়াবে। আপনি যখন কোনো সাইটে ইনকাম করতে শুরু করবেন এবং সেখানে কোনো সমস্যা হবে বা পেমেন্টের বিষয় নিয়ে কোনো সমস্যা হবে তখন আপনি সরাসরি সাইটের সাপোর্ট গ্রুপ থেকে সাপোর্ট নিবেন।

আপনাকে হয়তো বাহিরের অনেক মানুষই অনলাইনে বলতে পারে আপনার সমস্যাটি আমি সমাধান করে দিবো কিংবা আপনাকে টাকা উত্তোলনের জন্য কোনো কমিশন দিতে হবে এরকম সিস্টেম করে দিবো তাই জন্য আপনা ইউজারনেম/ই-মেইল ও পাসওয়ার্ড। আপনি তখন ভুল করেও তাকে সেগুলো দিবেন না, কেননা এমন কোনো উপায় নেই যার মাধ্যমে বাহিরের মানুষ সেই সাইটের সমস্যা ঠিক করতে পারবে।

শুধুমাত্র সাইটের মালিক বা সাপোর্ট গ্রুপে থাকা এডমিনরাই তার সমাধান করতে পারবেন। তাই কখনো বাহিরের মানুষের ফাঁদে পা দিয়ে প্রতারিত হবেন না এবং কাজ মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে করবেন। অধৈর্য় হলে অনলাইন সফল হতে পারবেন না। আর যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বা সাপোর্টের মাধ্যমে জানান।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউনিক আইটি ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। কেননা কমেন্ট চেক করা হয়।

comment url