অনলাইন ইনকামে সফল হতে যেভাবে শুরু করবেন

অনলাইন ইনকামে সফল হতে চান, তাহলে এই পোস্টটি পড়ুন। আজকে আমি আলোচনা করবো, আপনি অনলাইনে টাকা ইনকাম করে সফলতা কিভাবে পাবেন এবং কোথায় থেকে ইনকাম শুরু করলে অনলাইন ইনকামে সফল হবেন।

অনলাইন-ইনকামে-সফল-হতে-যেভাবে-শুরু-করবেন

আজকের এই পোস্টের প্রত্যেকটি টপিকের সাথে প্রত্যেকটি টপিক সংযুক্ত এবং স্টেপ-বাই-স্টেপ বলা হয়েছে, তাই সম্পূর্ণ পোস্ট পড়ুন নাহলে আপনি বুঝতে পারবেন না যে, কিভাবে অনলাইনে টাকা ইনকাম করে সেই অনলাইন ইনকামে সফল হবেন।

পোস্ট সূচিপত্র | অনলাইন ইনকামে সফল হতে যেভাবে শুরু করবেন

অনলাইন ইনকামের জন্য কী প্রয়োজন | অনলাইন ইনকামে সফল হতে যেভাবে শুরু করবেন

অনলাইন ইনকামের জন্য সেরকম কিছু প্রয়োজন নেই কিন্তু যা প্রয়োজন তা অনেক গুরুত্বপূর্ণ। সবার প্রথমে আপনার একটি ডিভাইস থাকতে হবে যার মাধ্যমে আপনি কাজ করবেন চাই তা মোবাইল হোক কিংবা কম্পিউটার।

তারপরে আপনি নিজেকে যাচাই করুন, দেখুন আপনি কোন কাজে সবচেয়ে বেশি দক্ষ। কোন কাজটি করলে আপনি কখনো পিছাবেন না বরং সেই কাজ করতে আপনার মজা লাগবে। আপনি যদি লক্ষ্য ঠিক না করেন তাহলে আপনি সফলতার খুব কাছে থেকেও তা অর্জন করতে পারবেন না। তাই টার্গেট বা লক্ষ্য ঠিক করুন।

আপনি যেই কাজটি বাছাই করবেন অর্থাৎ যেই কাজ আপনি ভালো করে করতে পারবেন সেই কাজের প্রতি বিশেষ মনোযোগ দেন এবং প্রতিদিন প্র্যাকটিস করুন। আপনি কোনো কাজ ভালো পারেন তাই "অন্য কাজও করবো" এই ভেবে যেটা পারেন সেটা ছেড়ে অন্যটাতে যান তাহলে আপনি যেটা পারেন সেটাও ধরে রাখতে পারবেন না আর যেটা শিখছেন সেটাও ভালোভাবে আয়ত্তে আনতে পারবেন না।

অনলাইন ইনকামের সঠিক মাধ্যমগুলো জানুন |অনলাইন ইনকামে সফল হতে যেভাবে শুরু করবেন

আপনি যদি অনলাইনে ইনকামের জন্য সকল প্রয়োজনীয় জিনিস অর্জন করে নেন এবং বুঝে যান আপনার দক্ষতার বিষয় কোনটি, তাহলে এখন প্রশ্ন আসে আপনি আপনার এই দক্ষতাটি প্রয়োগ কোথাই করবেন। কেননা, আপনি যদি এই দক্ষতা কোথাও প্রয়োগই করতে না পারেন তাহলে আপনি কোথাও থেকে ইনকামই করতে পারবেন না।

তাই আপনার এখন জানা দরকার অনলাইন ইনকামের সকল মাধ্যমগুলো। অনলাইন ইনকামের জন্য অনেক মাধ্যম রয়েছে যেমন: ফ্রিল্যান্সিং, ব্লগিং, ইউটিউব, ফেসবুক, অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইন কোর্স এবং ওয়েবসাইটের মাধ্যমে ফ্রি টাকা ইনকামসহ এমন অনেক মাধ্যম রয়েছে যার সাহায্যে আপনি ইনকাম শুরু করতে পারেন।

আপনি আপনার দক্ষতা অনুযায়ী সেই বিষয়টি পছন্দ করতে পারেন যা থেকে আপনি ইনকাম শুরু করতে চান এবং সফল হতে চান। এখন আপনি ভাবছেন আমি কোন মাধ্যম পছন্দ করবো অনলাইন ইনকামের জন্য, তার উত্তরও আমার কাছে রয়েছে। আর এই উত্তরটি আপনি পাবেন আমাদের পরের ধাপে।

আরও পড়ুন: মাসে ২০ হাজার টাকা আয় অনলাইনের মাধ্যমে

আপনার দক্ষতা অনুযায়ী কাজ পছন্দ করুন | অনলাইন ইনকামে সফল হতে যেভাবে শুরু করবেন

আপনি প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করলেন, দক্ষতা যাচাই করলেন কিন্তু বুঝছেন না যে, কোন মাধ্যম পছন্দ করবেন ইনকাম শুরু করার জন্য। ইনকামের জন্য কোনো মাধ্যম পছন্দ করা সত্যিই অনেক জরুরি তাই আপনাকে জানতে হবে আপনার দক্ষতাকে বিস্তারিত।

হ্যাঁ, আপনার যেই জিনিসের উপর সবচেয়ে বেশি দক্ষতা আছে তার উপর ভিত্তি করে আপনি অনলাইনে ইনকামের মাধ্যম নির্বাচন করতে পারেন। নিচে আমি যেই টেবিল দিবো তা দেখে আপনি চাইলে আপনার দক্ষতা অনুযায়ী অনলাইন ইনকামের মাধ্যম নির্বাচন করতে পারেন।

কাজের ধরণ বা মাধ্যম যা দক্ষতা থাকতে হবে
ফ্রিল্যান্সিং ডিজাইন, লেখালেখি, ডেভেলপমেন্ট
ব্লগিং লেখালেখি এবং SEO সম্পর্কে
ইউটিউব এর মাধ্যমে ভিডিও এডিটিং, মার্কেটিং, ছবি এডিটিং (বেসিক)
ফেসবুক ছবি এডিটিং (বেসিক), ভিডিও এডিটিং, মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটিং, প্রোডাক্ট রিভিউ, শেয়ারিং
অনলাইন কোর্স হ্যাকিং, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং ইত্যাদি যেকোনো দক্ষ বিষয়ের উপর
ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও দেখার মতো ধৈর্য, হালকা ইংরেজি ভাষা জানা, ওয়েবসাইটে সাইন-আপ করার দক্ষতা
ড্রপ-শিপিং মার্কেটিং স্কিল, প্রোডাক্ট বিক্রয়
ছবি এডিটিং বা বানানো ফটোশপ, ডিজাইন কল্পনা করা

উপরের টেবিল দেখে আপনি আপনার দক্ষতা অনুযায়ী অনলাইনে ইনকাম করার মাধ্যম নির্বাচন করতে পারেন। কিন্তু সফল হওয়ার জন্য এই পোস্টের বাকি বিষয়গুলোও আপনাকে জানতেই হবে, তাই অবশ্যই বাকি লিখাগুলো পড়ুন।

আরও পড়ুন: মাসে ৫০ হাজার টাকা আয় করুন

চোখ-কান খোলা রাখুন অর্থাৎ সতর্ক থাকুন | অনলাইন ইনকামে সফল হতে যেভাবে শুরু করবেন

এখন আপনি পূর্ববর্তী সকল ধাপ মানার পরে যদি আপনি অনলাইনে ইনকামের মাধ্যম পছন্দ করে নিতে পারেন এবং সেখানে আপনার দক্ষতার সাহায্যে কাজ শুরু করেন, তাহলে এখন বলি এই কাজগুলো সংরক্ষণ কিভাবে করবেন অর্থাৎ যেন আপনার নকল কেউ না করে বা আপনার তথ্য যেন কেউ চুরি না করে সেই ব্যবস্থা কিভাবে গ্রহণ করবেন তা বলি।

চোখ-কান-খোলা-রাখুন-অর্থাৎ-সতর্ক-থাকুন-অনলাইন-ইনকামে-সফল-হতে-যেভাবে-শুরু-করবেন

পূর্বে উল্লিখিত কাজগুলোর মধ্যে এমন কিছু কাজ রয়েছে যা চুরি হওয়ার, হ্যাক হওয়ার বা কপি হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি সতর্ক না থাকেন তাহলে আপনার কন্টেন্ট চুরি হয়ে যেতে পারে, হ্যাক হতে পারে বা কপি হতে পারে।

তাই যেই কাজগুলোতে আপনাকে লেখালেখি করতে হয় অর্থাৎ ব্লগিং, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েটরের মতো কাজে চুরি, হ্যাকিং বা কপি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাই আপনি যদি এগুলো কাজ করেন তাহলে অবশ্যই এগুলো দিকে খেয়াল রাখবেন যে, কেউ চুরি, হ্যাকিং বা কপি করছে কিনা চোখ-কান খোলা রাখবেন।

পরিকল্পনা করে কাজ করুন | অনলাইন ইনকামে সফল হতে যেভাবে শুরু করবেন

আপনি যদি পূর্ববর্তী সকল কথা মেনে কাজ শুরু করে দেন কিন্তু দেখছেন তা এলোমেলোভাবে বা কোনো ভিউস আসছে না বা ভালো ইনকাম হচ্ছে না তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কাজ সঠিক হচ্ছে না অর্থাৎ পরিকল্পিত হচ্ছে না। আপনি যদি এলোমেলোভাবে কাজ করেন তাহলে কাজটি ভালো হয়েছে কিনা সেটা ভালোভাবে বুঝবেন না কিংবা কখন সময় চলে যাচ্ছে আপনি বুঝতেও পারবেন না।

যার ফলে, দিন শেষে দেখা গেল আপনি একটা কাজও ভালোভাবে সম্পন্ন করতে পারবেন না, তাই আপনাকে পরিকল্পিত ভাবে কাজ করতে হবে। অর্থাৎ আপনি প্রথমে ভেবেনিন আপনি দিনে কয়টা করে কাজ করতে পারবেন। তারপরে আপনি কোনদিন কোন কোন কাজ করবেন সেটা ঠিক করুন। তারপরে সেই কাজের মধ্যে কোনদিন কোন কোন টপিক নিয়ে কাজ করবেন তা ঠিক করুন।

দিন, কাজের মাধ্যম এবং কাজের টপিক ঠিক করার পর আপনি আপনার এই পরিকল্পনা মেনে কাজ করবেন। আপনি যদি অনলাইন ইনকামে সফল হতে চান তাহলে অবশ্যই আপনি নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং আপনার তৈরি করা পরিকল্পনা মেনে কাজ করুন।

নিয়মিত কাজ করুন | অনলাইন ইনকামে সফল হতে যেভাবে শুরু করবেন

আপনি কাজ করার মাধ্যম নির্বাচন করলেন, কাজ নির্বাচন করলেন এবং সেগুলো আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী প্রয়োগ করলেন। কিন্তু তবুও সফলতা পাচ্ছেন না, ইনকাম তো হচ্ছে কিন্তু পরিমাণে খুবই কম। তাহলে আপনার কি করা উচিৎ?

যদি আপনার সাথে সত্যিই এরকম হয়ে থাকে তাহলে আপনি ভেবে দেখেন আপনি কি প্রতিদিন কাজ করেন নাকি মাঝে মাঝে বা ২-১ দিন পর পর। যদি আপনি ২-১ দিন পর পর কাজ করে থাকেন তাহলে এই অভ্যাসটি বাদ দিয়ে আপনি প্রতিদিন কাজ শুরু করুন অর্থাৎ আপনাকে প্রতিদিন নিয়মিত কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে।

আপনি যদি প্রতিদিন কাজ না করেন তাহলে আপনার উপর থেকে গুরুত্ব উঠে যাবে আপনার ভিউয়ারের কিংবা আপনার এডমিনের। তাই আপনাকে প্যাসিভ ইনকাম বা অনলাইন ইনকামে সফল হওয়া পর্যন্ত অন্তত প্রতিদিন কাজ করতে হবে। কিন্তু সফল হওয়ার পরেও আপনাকে প্রতিদিন কাজ করার চেষ্টা করতে হবে, যদি আপনি সফল হওয়ার পরে কাজকে গুরুত্ব না দেন তাহলে সফল হওয়ার পরেও অসফল হয়ে যেতে পারেন।

ধৈর্য ধরে কাজ করুন | অনলাইন ইনকামে সফল হতে যেভাবে শুরু করবেন

এখন আপনি সবকিছুই করলেন এমনকি কষ্ট হলেও প্রতিদিন কাজ করছেন কয়েকদিন যাবৎ তাও আপনার ইনকাম শুরু হচ্ছে না দেখে ছেড়ে দিলেন। আর এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। এই একটা ভুল না করলে যেরকম আপনার জীবন সুখময় এবং আরামদায়ক হতো, এই একটা ভুল করার ফলে আপনার জীবনের পরিস্থিতি সম্পূর্ণ উল্টা অর্থাৎ বিপরীত হয়ে যাবে।

অনলাইনে ইনকাম করে সেই অনলাইন ইনকামে সফল হতে চাইলে আপনার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। দুনিয়াতে এমন কোনো কাজ নাই যেখানে ধৈর্য ধারণ করতে হয়না। আর অনলাইন ইনকামে সফলতা পেতে হলে আপনাকে ধৈর্য ধরতেই হবে, এর কোনো বিকল্প নেই।

ধৈর্য-ধরে-কাজ-করুন-অনলাইন-ইনকামে-সফল-হতে-যেভাবে-শুরু-করবেন

"ধৈর্য সফলতার চাবিকাঠি" এই কথাটি শুধু বাহ্যিক কাজের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং অনলাইন ইনকামের জন্যও প্রযোজ্য। কিন্তু আপনি কোনোকিছু না করে ধৈর্য ধরবেন তাহলে কিন্তু আবার হবে না, আপনাকে কাজ করতে থাকতে হবে ধৈর্য ধারণ করে। তারপরে আপনার যেই ইনকামটা শুরু হবে অর্থাৎ আপনি অনলাইনে ইনকামে সফলতা অর্জনের যে শিখরে পৌছাবেন, তার জন্য আপনি নিজেই নিজের উপর গর্বিত বোধ করবেন।

সবশেষে পরামর্শ আপনি যেখান থেকে শুরু করবেন | অনলাইন ইনকামে সফল হতে যেভাবে শুরু করবেন

এতক্ষণ যা আলোচনা করা হলো সেভাবে কাজ করলে আপনাকে অনলাইন ইনকামে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু আপনি যদি বুঝতে না পারেন যে, আপনি কোথায় থেকে শুরু করতে পারেন এবং কোথায় থেকে শুরু করলে আপনার জন্য ভালো এবং সহজ হবে, তাহলে শেষ এই ধাপটি ভালোভাবে পড়ুন।

আপনার কাছে যদি একটা টাকাও না থাকে তাহলে আমি আপনাকে পার্সোনালি যেটা সাজেস্ট করবো সেটা হলো ইউটিউব এর মাধ্যমে বিভিন্ন ফ্রি কোর্স করে আপনি ইউটিউব, ফেসবুক বা ফ্রি সাইটগুলোর মাধ্যমে কাজ শুরু করতে পারেন প্রথম প্রথম। তারপরে সেখান থেকে টাকা ইনকাম করে তা জমা করে সেই টাকা খরচ করে আপনি ফেসবুক বুস্টিং করতে পারেন।

বিশেষ করে নিজের সাইটে ফ্রিল্যান্সিং, ব্লগিং বা কোর্স বিক্রয় করে সেখান থেকে প্যাসিভ ইনকামের উদ্দেশ্যে কাজ করতে পারেন উপরের নিয়ম মেনে। এটা আমার পার্সোনাল পরামর্শ বা বলতে পারেন আমি হলে যা করতাম। কিন্তু আমার পরামর্শটিই যে মানতে হবে তা না আপনি যেভাবে সুবিধা মনে করেন সেভাবে কাজ করে অনলাইনে ইনকাম শুরু করতে পারে উক্ত নিয়মগুলো মেনে। যদি এই পোস্টে কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বা সাপোর্ট সেন্টারের মাধ্যমে যোগাযোগ করে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউনিক আইটি ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। কেননা কমেন্ট চেক করা হয়।

comment url