কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য জানাতে নিয়ে এসেছি আজকের এই পোস্ট। যদি আপনি আমাদের জীবনে কম্পিউটার এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের এই পোস্টটি সম্পূর্ণ আপনার জন্য।
আপনি যদি একজন কম্পিউটার প্রেমি হয়ে থাকেন তাহলে আজকের এই পোস্টটি আপনি অবশ্যই পড়বেন। কেননা, আজকে আমি আপনার মতো কম্পিউটার প্রেমি মানুষের জন্য নিয়ে এসেছি কিছু চমক। যা আপনাকে আপনার দৈনন্দিন জীবনে সহায়তা করবে কম্পিউটার ব্যবহারে।
পোস্ট সূচিপত্র | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
- আমাদের জীবনে কম্পিউটার এর ব্যবহার | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
- অফিসিয়াল কাজ বা মাইক্রোসফটের কাজ | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
- অনলাইন ইনকামের জন্য কাজ | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
- ভিডিও বা ছবি এডিটিং করা বা বানানোর কাজ | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
- কোডিং এর কাজ | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
- হ্যাকিং এর কাজ | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
- শিক্ষা প্রদান বা গ্রহণের কাজ | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
- গেম খেলা | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
- সিনেমা দেখার মজা | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
- ট্রাভেলিং করা বা তার জন্য প্রস্তুতির কাজ | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
- সবশেষে | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
আমাদের জীবনে কম্পিউটার এর ব্যবহার | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
বর্তমান যুগটি আধুনিক যুগ। এই সময় প্রায়ই ৯০% মানুষই প্রযুক্তির উপর নির্ভর করে তাদের দৈনন্দিন কাজ সম্পন্ন করতে, তার মধ্যে কম্পিউটার অন্যতম। কম্পিউটারের মাধ্যমে আমি আপনিসহ আমাদের মতো অনেক মানুষ তাদের অনেক প্রয়োজনীয় ও জটিল কাজকেও সহজ করে করতে পারছে।
আবার, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরণের কাজ করার জন্যও কম্পিউটার আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদাহরণস্বরুপ আমাকে এবং আপনাকেই ধরে নিন, আমি যেমন অনেক কষ্ট করে পোস্ট লিখছি আপনাদের জন্য এবং তা অনলাইনে দিচ্ছি যেন আপনারা আমার মাধ্যমে সঠিক তথ্য সংগ্রহ করতে পারেন।
আবার আপনি যেকোনো ধরণের তথ্য জানতে বিভিন্ন সাইট ব্যবহার করছেন, যা কম্পিউটার আমাদের জন্য আরও সহজ করে দিচ্ছে। এমন কাজ এবং প্রয়োজনীয়তা আছে যা কম্পিউটারে করলে আপনার জীবন অনেকটা সহজ হতে পারে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ পোস্ট পড়ুন এবং জানুন কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য।
অফিসিয়াল কাজ বা মাইক্রোসফটের কাজ | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
আমি প্রথমেই বলেছি বর্তমানে কম্পিউটার আমাদের অনেক কাজ সহজ করে দিয়েছে। যারা বিভিন্ন কোম্পানিতে, স্কুলে, কোচিং-এ, প্রাইভেট সেন্টারে এবং ফ্যাক্টরিসহ নানা জায়গায় কম্পিউটার বিষয়ক কোনো পদে চাকরি করে তাদের জন্য মাইক্রোসফট শিখা আবশ্যক বলা যায়।
কেননা, এই মাইক্রোসফট শিখলে আপনি Excel, Microsoft Office, Power Point সহ নানা ধরণের কাজ সম্পন্ন করতে পারবেন। যেমন: Excel দিয়ে ডাটা সংরক্ষণ, অনেক বড় বড় হিসাব করা খুব সহজ হয়ে যায়। হাতে কলমে কোনো তথ্য লিখতে যেই সময় লাগে তার অর্ধেক সময়ে কাজ হয়ে যায় Excel এর মাধ্যমে।
Microsoft Word এর মাধ্যমে প্রশ্ন তৈরি করা, সাজেশন তৈরি করার মতো আরও অনেক কাজ খুব সহজে ও কম সময়ে করতে পারবেন। যার ফলে আপনার অনেক সময় বেঁচে যাবে। আবার, Power Point এর মাধ্যমে আপনি যেকোনো PDF ফাইলগুলো স্লাইড আকারে ভিডিওর মতো করে দেখানো যায় যা আপনাকে Presentation-এ সাহায্য করে।
অনলাইন ইনকামের জন্য কাজ | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
হ্যাঁ, আপনি চাইলে কম্পিউটারের মাধ্যমে অনলাইনে ইনকামও করতে পারেন, যা বর্তমানে অনেক মানুষই করছে। কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য এর মধ্যে সবচেয়ে সেরা একটা উপায় বা তথ্য বা কাজটি হলো অনলাইনে ইনকাম।
বর্তমানে অনলাইনে এমন অনেক কাজ রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজেই মোবাইল বা কম্পিউটার দিয়ে ইনকাম করতে পারেন। কিন্তু এমনও অনেক কাজ রয়েছে যা আপনি মোবাইল দিয়ে না শুধুমাত্র কম্পিউটার দিয়েই করতে পারবেন, আর সেই কাজে লাভও তুলনামূলক বেশি হয়।
ডাটা এন্ট্রি, ফ্রিল্যান্সিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং সহ এমন অনেক কাজই রয়েছে যেটাতে ইনকাম একটু বেশি হয় কিন্তু তার জন্য প্রয়োজন হয় কম্পিউটার প্রশিক্ষণ। আপনি যদি জানতে চান কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য তাহলে বাকি পোস্ট অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
ভিডিও বা ছবি এডিটিং করা বা বানানোর কাজ | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
আপনি যেখানেই যান না কেন সেখানেই ছবি এবং ভিডিওর প্রয়োজন হয়। বিশেষ করে মার্কেটিং এবং অনলাইন থেকে ইনকামের জন্য ভালো মানের ছবি এবং ভিডিওর প্রয়োজন হয়। যার মাধ্যমে প্রচুর ভিউস পাওয়া সম্ভব হয়।
আর এই সকল কাজ মোবাইলেও করা যায় কিন্তু সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখিন হতে হয়। তাই আমি এই সকল কাজ কম্পিউটারেই করি, শুধু আমি না প্রায়ই সকলেই এই ধরণের কাজ অনলাইনে করে। আমার আপনার প্রতি সাজেশন হবে এই ধরণের কাজ অবশ্যই কম্পিউটারে করার চেষ্টা করবেন তাহলেই ভালো হবে।
কেননা এই সকল কাজ কম্পিউটারে যত সুন্দর ও সহজ মনে হয় মোবাইলে তা মনে হয়না। তাই জন্য ভিডিও এডিটিং, ছবি এডিটিং এর মতো বড় বড় কাজ কম্পিউটারের মাধ্যমেই করুন। আর কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য আরও জানতে পরেরটি অবশ্যই পড়ুন।
কোডিং এর কাজ | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
বর্তমানে ওয়েবসাইট ডিজাইন, গেম তৈরি, হ্যাকিং এবং ছবি বানানো সহ অনেক কাজে প্রয়োজন হয় কোডিং। আপনি যদি কোডিং না জানেন তাহলে আপনি ওয়েবসাইট ডিজাইন, গেম তৈরির মতো আরও অন্যান্য কাজ করতে পারবেন না নিজে নিজে।
কিন্তু এই কাজগুলোর চাহিদা বর্তমানে অনেক বেশি। কেননা এর মাধ্যমে মানুষ প্রচুর টাকা উপার্জন করতে পারছে। তাই আপনি যদি এগুলো কাজ করেন বা করতে চান তাহলে আপনাকে কোডিং শিখতেই হবে।
আর কোডিং মোবাইলে শিখা বা মোবাইলে কোডিং করা এবং কম্পিউটারে কোডিং করার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। কেননা আপনি মোবাইলে কোডিং করে যা করতে পারবেন কম্পিউটারেও তাই পারবেন কিন্তু মোবাইলে যা পারবেন না কম্পিউটারে তাও পারবেন। তাই কোডিং এর জন্য বেস্ট হচ্ছে কম্পিউটার।
হ্যাকিং এর কাজ | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
বর্তমানে অনেক ভালো ভালো ওয়েবসাইট, মোবাইল, কম্পিউটার সহ বিভিন্ন ডিভাইস এবং ব্যাংক পর্যন্ত হ্যাক হচ্ছে। যার ফলে সাধারণ মানুষকে তাদের প্রয়োজনীয় এবং পার্সোনাল ডকুমেন্ট, তথ্য চুরি হয়ে যাচ্ছে এবং টাকা ব্যাংক থেকে টাকাও চুরি হওয়ার কারণে তারা তাদের প্রয়োজন মিটাতে পারছে না।
তাই আপনি যদি হ্যাকিং শিখে সেটা ভালো কাজে ব্যবহার করতে পারেন তাহলে সেখান থেকে আপনার যেমন টাকা ইনকাম হবে তেমনি আপনার জন্য অনেক মানুষের জীবন ঝুকি থেকে বেঁচে যায়। কিন্তু অবশ্যই আপিনি হ্যাকিং সর্বদা ভালো কাজে ব্যবহার করবেন কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না।
আর হ্যাকিং মোবাইলে করা অসম্ভব, আর সম্ভব হলেও আপনি শুধু মোবাইলের মাধ্যমে ছোট ছোট জিনিসই হ্যাক করতে পারবেন। বড় বড় জিনিস অর্থাৎ কম্পিউটার, মোবাইল, ওয়েবসাইট এর মতো জিনিসপত্র হ্যাক করতে চাইলে আপনার অবশ্যই একটা পিসি প্রয়োজন হবে।
শিক্ষা প্রদান বা গ্রহণের কাজ | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
বর্তমান যুগ ডিজিটাল যুগ। তাই মানুষ ইনকামের জন্য বলেন আর অলসতার জন্য সবকিছু বাসায় থেকেই করতে চাই। তাই তারা ভিডিও বা জুম মিটিং এর মাধ্যমে শিক্ষা দান করেন এবং শিক্ষার্থীরা সেই শিক্ষা গ্রহণ করেন, যার ফলে উভয়েরই লাভ হয়।
তাছাড়া শুধু কথা বলে বা বই পড়েই শিক্ষা গ্রহণ বা প্রদান নয় বরং বিভিন্ন বিষয় ব্যাখ্যা করে শিখানো যায় স্ক্রিন শেয়ারের মাধ্যমে। কোডিং, হ্যাকিং, ইন্জ্ঞিনিয়ারিং এর বিষয়সমূহ এমনকি প্রাইভেট বাহিরে পড়তে না পারলে তাও অনলাইনে পড়ছে।
আর এতকিছু মোবাইলে করা যায় কিন্তু সেক্ষেত্রে মোবাইলের উপর প্রেশার পড়ে তা নষ্ট হয়ে যাওয়ার বা হ্যাং হয়েও যাওয়ার সম্ভাবনা আছে। তাই এগুলো কাজের জন্য সবচেয়ে ভালো হয় কম্পিউটার। কম্পিউটারের বড় একটা বস্তু হওয়ায় কাজ করে যেরকম আরাম নষ্ট হওয়ার ভয় থেকেও মুক্তি পাওয়া যায়।
আরো পড়ুন: মোবাইলে ইনকাম করার অসাধারণ টিপস
গেম খেলা | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
বর্তমানে এমন অনেক গেম রয়েছে যা সকলেই চিনে বা নাম শুনেছে কিন্তু কখনো খেলেনি। হয়তো আপনিও এমন অনেক গেমের নাম শুনেছেন যেমন: IGI, Call Of Duty (COD), CS:GO, GTA Vice, GTA SAN, GTA 5, GTA 6 ইত্যাদি।
এই সকল গেম আপনিও খেলতে পারেন না আমার মতো কেননা আপনি জানেন না এগুলো কোথায় খেলে। এই গেমগুলো আপনি হয়তো মোবইলের মাধ্যমে খোঁজার চেষ্টা করেন কিন্তু এইগুলো মোবাইলে খেলার মতো গেম নয়, যদি কোনোভাবে খেলাও যায় তাহলে দেখলে প্রচুর পরিমাণে ল্যাক করবে আপনার মোবাইল।
তাই আপনি যদি একটা কম্পিউটার নিতে পারেন তাহলে এই সকল গেম আপনি কম্পিউটারে খুব মজা করে খেলতে পারবেন এবং আনন্দও পাবেন। কেননা এগুলো সম্পূর্ণরুপে কম্পিউটারের গেম। হ্যাঁ কিছু কম্পিউটার গেম মোবাইলের জন্য রয়েছে, চাইলে আপনি সেগুলো মোবাইলে খেলতে পারেন।
সিনেমা দেখার মজা | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
এমন কেউ নাই এই যুগে যে সিনেমা বা তার মতো কোনো জিনিস অর্থাৎ এনিমি, কার্টুন, মুভি ইত্যাদি দেখে না। আপনি কখনো ভেবে দেখেছেন, একটি বড় স্ক্রিনে সিনেমা বা এনিমি দেখতে কেমন লাগবে এবং একটি মোবাইলে তা দেখতে কেমন লাগবে?
আসলে বড় স্ক্রিনে দেখার মতো মজা মোবাইলে পাওয়া যাবে না কখনোই। কিন্তু যদি আপনি বড় স্ক্রিনের একটি কম্পিউটার সেট ব্যবহার করেন তাহলে আপনি সকল ধরণের সিনেমা দেখে আনন্দ পাবেন এবং তা উপভোগ করতে পারবেন সবার সাথে।
তাই বলছি যদি আপনি এগুলো থেকে সত্যিই মজা নিতে চান তাহলে অবশ্যই আপনার উচিৎ একটি কম্পিউটার সেট কিনে নেওয়া। কারণ তা করলে আমি যা যা বলছি সবকিছুর মজা আপনিও উপভোগ করতে পারবেন নির্দিধাই।
ট্রাভেলিং করা বা তার জন্য প্রস্তুতির কাজ | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
আমি, আপনি সহ আমরা সকলেই একটু হলেও অলস, এটা মানতেই হবে। তাই জন্য এখন যেহেতু সুযোগ আছে সেহেতু বাহিরে গিয়ে টিকেটের ব্যবস্থা করতে একটু কষ্ট মনে হয়। কেননা, আমরা সকলেই জানি টিকেট এখন ঘরে বসেই অর্জন করা যায়।
আর এই টিকেট সংগ্রহের কাজ আমরা চাইলে কম্পিউটারের মাধ্যমেই করতে পারি বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে। তাছাড় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে জায়গার খোঁজ অর্থাৎ আমরা কোথায় ঘুরতে যাবো তার ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া।
যদি আমরা তা না করি তাহলে আমাদের জন্য সেখানে গিয়ে সবকিছু খোঁজা একটু কঠিন হতে পারে। তাই কম্পিউটারের মাধ্যমে একাধিক ট্যাব খুলে আপনি খুব সহজেই যেকোনো জায়গার তথ্য এবং পার্থক্য বের ভালো এবং মজাদার জায়গায় ঘুরতে যেতে পারেন।
আরো পড়ুন: কোন ব্যবসায় লাভ বেশি হবে জেনে নিন
সবশেষে | কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় তার ১০টি অজানা তথ্য
আশা করছি আপনি আমাদের সম্পূর্ণ পোস্ট মনোযোগ দিয়ে পড়েছেন এবং বুঝতে পেরেছেন কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় এবং আমাদের জীবনে কম্পিউটার এর ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেই বিষয়ে, তাই আমি মনে করি সকলের অবশ্যই কম্পিউটার শিখা প্রয়োজন।
এতক্ষণ আমি আপনার সাথে যেই কথাগুলো বললাম সবগুলো কাজই আপনি কম্পিউটারে করতে পারবেন। তার মধ্যে এমন কিছু কাজ বা তথ্য রয়েছে যা আপনি মোবাইলে করতে পারবেন বা আগে থেকেই জানেন, কিন্তু আমার দায়িত্ব ছিল আপনাকে জানানো তাই জানিয়েছি।
যদি এখানে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন পার্সোনালি বা কমেন্টে যেন আমি তা পরবর্তীতে না করি এবং সুধরাতে পারি যদি আপনার এই পোস্টটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে কিছু জানতে পেরেছেন কিনা?
ইউনিক আইটি ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। কেননা কমেন্ট চেক করা হয়।
comment url